
৪. কোন এক মুক্তি যোদ্ধার অভিপ্রায়
আমার ভীষণ ইচ্ছে করে, ইচ্ছে করে
লিখি, একটি কবিতা লিখি,
যে কবিতা আর কোন দিকে নয়,
এ নহে সাধ— বাঁচাটা করিব ছন্দময়,
ক্ষুধার দাহনে মরি আর অবশেষে হায়—
উঁচু—নিচু দুনিয়াকে শিখি।
আমার ভীষণ ইচ্ছে করে, ইচ্ছে করে
লিখি, একটি কবিতা লিখি,
যে কবিতা আর কোন দিকে নয়,
এ নহে সাধ— বাঁচাটা করিব ছন্দময়,
ক্ষুধার দাহনে মরি আর অবশেষে হায়—
উঁচু—নিচু দুনিয়াকে শিখি।