অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক
হুমায়ুন আহমেদ কবীর ভূঞা

কবি পরিচিতি
জন্ম
হুমায়ুন আহমেদ কবীর ভূঞা ১৯৬৪ সালের ১০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অন্তর্গত বাহরাম খান পাড়া গ্রাম পৈত্রিক আবাস হলেও কিশোরগঞ্জ শহরের পুরান থানা মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। নানাজান নবী হোসেন নানীজান জেবুন্নেসা। তাঁর পিতা মরহুম আশরাফ উদ্দিন ভূঞা (ভূতপূর্ব নায়েব) একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তাঁর মায়ের নাম মোছাঃ শামছুন নাহার বেগম। তিনি পিতামাতার ৯ সন্তানের ২য় সন্তান।
শিক্ষা জীবন
বাল্যকালে তিনি তাঁর নিজ গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করেন। তিনি বাহরাম ধানপাড়া জে.কে উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করেন। ১৯৭৯ সালে ঢাকা বোর্ডের অধীন উক্ত স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ১৯৮১ সালে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ থেকে আইএসসি এবং উক্ত কলেজ থেকে ১৯৮৪ সালে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ভূগোল বিষয়ে ১৯৮৬ সালে এম.এস.সি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন।
পেশাগত জীবন
এছাড়া তিনি ফেডারেল হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা থেকে ডি.এইচ.এম.এস ডিগ্রী লাভ করেন এবং কিছুকাল তিনি আব্দুল কদ্দুস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, কিশোরগঞ্জে অনারারী অধ্যাপনা করেন। তিনি উপজেলা সমাজ সেবা অফিসার হিসাবে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত ছিলেন এবং জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জের উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারী চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন।
বৈবাহিক অবস্থা
তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম আনোয়ারা ইয়াসমিন। দুই কন্যা সন্তান আছে। বীথি বড় মেয়ে, ছোট মেয়ে প্রীতি।
গ্রন্থপুঞ্জি
কাব্যগ্রন্থঃ বিলাপ প্রকাশিত ১৯৯৮, দিব্যদৃষ্টির খোরাকি লিরিক সিরিজ-১ (২০০৯), ক্ষুধার মিছিল (২০১০), হৃদয়চারী ১ম খন্ডে সংগ্রথিত কাব্য- মুক্তির যুগ-পুরুষ, কারাগারে কল্পনা, আহা তুমি ফুটেই দেখ না, বিনষ্ট আকাশ, বেনামী সত্তার মুখে, স্বদেশে রামেরা এখন, সবুজ প্রেমে আগুন, সঙ্গিন, (প্রকাশকাল ঃ ডিসেম্বর, ২০১০ খ্রিঃ)। কাব্যলক্ষীর ঘর সংসার কাব্যগ্রন্থ(প্রকাশ২০২৪), দৈববাণী ছুঁয়ে যায় কবিতার অলিগলি, দিব্যদৃষ্টির খোরাখি লিরিক সিরিজ -২ প্রকাশ ২০২২ লোকজ মঞ্চ,মিরপুর ঢাকা। পরিবেশক শব্দশিল্প বাংলা বাজার ঢাকা। গম্ভীরা-‘দুই প্রজম্ম’-২০১০
নাটক ঃ হৃদয়চারী ১ম খন্ডে সংগ্রথিত নাটক- শুকতারা (কাব্য নাটক২০১০), কিশোর কাব্য নাটক বিদূষী সফুরা-প্রকাশ ২০২৪, বউ-শ্বাশুড়ী কিশোরগঞ্জ আঞ্চলিক ভাষায় সমাজ সংস্কার মূলক নাটক প্রকাশ-২০১০, মনিরের সংগ্রাম ঢাকার আঞ্জলিক ভাষায় পথনাটক-১৯৮৭, শুভ নববর্ষ একাংকিকা, মে দিবস গীতি আলেখ্য (প্রকাশকাল ঃ ডিসেম্বর, ২০১০ খ্রিঃ)। মহাকাব্য-“লাইলাহা ইল্লাল্লাহ” অপ্রকাশিত
উপন্যাস ঃ মেঘের আড়ালে সূর্য (২০০৮), মণি কাঞ্চন যোগ (২০০৮), ঘোটকের জবান-প্রকাশ ২০২৪।
জীবন্যাস ঃ সক্রেটিস, হযরত জুন্নুন মিশরী (রহঃ), হযরত খাজা মঈনউদ্দিন চিশতি (রহঃ) প্রকাশ-২০২৪
গল্পগ্রন্থঃ দু’পায়া জানোয়ার (হৃদয়চারী ১ম খন্ডে সংগ্রথিত-প্রকাশকাল ঃ ডিসেম্বর, ২০১০ খ্রিঃ)। বন্দি কাকাতুয়ার জীবন প্রকাশ-২০২৪।
প্রবন্ধ সংকলন গ্রন্থ ঃ কারামত ঃবিজ্ঞানকে হারমানানো রুহানী শক্তি (অপ্রকাশিত), সুফী তত্ত¡ ও ইসলাম (অপ্রকাশিত),
রোগী দেখার সূত্র (অপ্রকাশিত)। অচেনা পথের পথিক প্রকাশ-২০২৪
ছড়ার বই ঃ সিঁড়ি প্রকাশ ২০২৩, শিশুর কাটা কাল-প্রকাশ ২০২৪
‘ন্ধদয়চারী’প্রথম খন্ড পুনঃপ্রকাশ পরিমার্জিত ও পরিবর্ধিত আকাওে কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, জীবন্যাস, গল্পগ্রন্থ, ছড়ার বই ও প্রবন্ধগ্রন্থ সংযোজন কওে প্রায় ১২০০ পৃষ্ঠা সম্বলিত ‘হৃদয়চারী’ ২য় খন্ড প্রকাশিত (২০২৪)হয়েছে লোকজ মঞ্চের প্রকাশনায়।
২০০৯ সালে উদীচী শিল্পীগোষ্ঠী কিশোরগঞ্জ কর্তৃক বিলাপ অডিও সিডির জন্য লেখক, গীতিকার সম্মাননা পদক-এ ভূষিত হন। ক্ষুধার মিছিল ও দিব্য দৃষ্টির খোরাকি লিরিক সিরিজ ১ এর আবৃত্তি অডিও সিডি প্রকাশিত। এছাড়া কুসুম সিরিজ এক এর হুমায়ুন সংগীত আনোয়ারা ইয়াসমীন হুমায়ুন কর্তৃক গীত অডিও সিডি প্রকাশিত। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মহোদয় যিনি সাবেক বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃক এক সাহিত্য আলোচনা সভায় লেখককে ‘অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক’ ও অধ্যক্ষ মোঃ কফিলউদ্দিন কর্তৃক ‘হৃদয়চারী কবি’ বিশেষণ প্রদান করা হয় ২০১০ সালে। জেলা প্রশাসক, কিশোরগঞ্জ হৃদয়চারী কবি হুমায়ুন লোকজ মেলা ঘোষণা করেন এবং অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক লোকজ মঞ্চ উদ্বোধন করেন কবি‘র জম্ম জয়ন্তীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০১১ সালে। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক স্মারকে জেলা প্রশাসক কিশোরগঞ্জকে সভাপতি করে জেলা কমিটি করে দেয়া হয় কবি‘র পৈত্রিক ভিটায় লোকজ মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করার নিমিত্তে। ফলে বছর বছর কবি‘র জন্মস্থানে জম্ম জয়ন্তীতে ‘হৃদয়চারী কবি হুমায়ুন পৌষ লোকজ মেলা’ অনুষ্ঠিত হচ্ছে।কবি‘র সুলিখিত ১২৪৭টি বিশেষ গীতি কবিতা সংকলন ‘হুমায়ুন গীতি’ ‘বিলাপ’ হৃদয়চারী ২য় খন্ড প্রকাশিত হয় ২০২২ সালে লোকজ মঞ্চের প্রকাশনায় ‘শব্দশিল্প’ ৩৮,বাংলাবাজার ২য় তলা, ঢাকা এর পরিবেশনায়। ‘হৃদয়চারী ২য় খন্ডে লেখকের সুলিখিত সাহিত্যসমগ্র কাব্যগ্রন্থসমুহ উপন্যাসনিচয়, জীবন্যাসবলী, ১ম খন্ডে প্রকাশিত গীতিকবিতাবলী, গল্পগ্রন্থদ্বয় নাটকগুচ্ছ ছড়ার বই ও প্রবন্ধ গ্রন্থ সন্নিবেশিত আছে।
হৃদয়চারী -কবি-বিডি ডট কম
অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, হৃদয়চারী কবি হুমায়ুন লোকজ মঞ্চ ট্রাস্ট, রোড নং ৬, বাড়ি নং-৭(নিচ তলা), ডি ব্লক মিরপুর-১, ঢাকা।