Aug 15, 2025 | Uncategorized, কবিতা, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
না—না—না—না আমি আর সইব না, না সইব না,
প্রতিদিন ভিক্ষা করুণা আঁজল ভরে আর লইব না।
রক্ত সাগরে উঠেছে তুফান ভাঙ্গতে চায়, চায়,
মালিক শ্রমিক ভেদাভেদ ঘর যুগ যুগের অন্যায়।
আমার ঘামে ওরা স্মান করে আমার বপুর তাপে,
ওরা সুখে থাকে মরি আমি ক্ষুধার অন্ন শাপে।
বেকারের মাঠ চৌচির, গাত্রদাহ, নেই মোটে ছাতা,
ওরা থাকে গদির বিছানায়, পাই না আমি ছেঁড়া কাঁথা।
(more…)
Aug 15, 2025 | কবিতা, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
আকাশ আমার প্রাণ যুগ যুগ
ছিল শান্ত সরল স্থির,
সভ্যতার অন্ধকারে কালো মেঘ
করেছে আজ বজ্রর্ নিঘোর্ষ ভীড়।
মাতিয়াছি আজ নিষ্ঠুর ধ্বংস খেলায়
করেছি শপথ ছন্ন ছাড়া,
অত্যাচারী রবির প্রচন্ড কিরণে?
অবিরল ঝড় বৃষ্টির অশ্রধারা।
নাহি শুনি কারও কথা ঝড়—
ভেঙ্গে যাই বাড়ি ঘর সব,
আপনার বুকে শুনি, মেঘের ডাক
গুরু গুরু অট্টরোল রব।
(more…)
Aug 15, 2025 | কবিতা, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
আমি এক গেরিলা যোদ্ধা, পণ করেছি স্বদেশ মুক্তির,
শেলের মত বিঁধে বুকে বেঈমানের পরাধীন উক্তির।
সাহস, তেজ— জীবন দিয়া রক্ষা করিব স্বদেশ আমি,
আমার মাটি, আমার থাকিবে, যুদ্ধ করিব আমি দিবাযামী।
আমি এক গেরিলা যোদ্ধা, মাগো, ক্রলিন করি,
বহু দূর এসেছি, মাগো, ফাঁকি দিয়েছি হানাদার তরী।
একটু খাবার দাও, হাঁটিতে পারি না যে, এখন আর,
উহ্ গায়ে ভীষণ ব্যথা তোমার ছেলের, কিছু দেখ নি যে তার।
ধূসর বালু চরে পাহাড় টিলায়, রাত দিন কত কাটায়,
আজ এখানে কাল ওখানে, সময় যায় তার হাঁটায়, হাঁটায়।
(more…)
Aug 15, 2025 | কবিতা, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
মহান অক্টোব্বর, আমি স্বাধীনতা, আমি চির ঋণ,
অন্যায়ের বুকে বাজাই ডামাডোল, এই আমি, চিরদিন।
নাই স্বস্তি ফেলি না নিঃশ্বাস, চির সন্ন্যাসী বাউল,
আমি ক্ষুধার্তের মুখে ঠেলে দেই, বিশ্বের যত চাউল।
আমাকে ভয় পায় দুনিয়ার সব,
তরঙ্গ ফেণা আমি, কল্লে¬াল কলরব,
মানি না আমি সন্ধি, জানি না আপোষ, চির বন্যা,
আমি শ্রাবণের বারিধারা, পাহাড় থেকে নামা ঝরণা।
কোথা আমার কাম্যতা, কবিতা, সাধ, সাধনা,
উদ্ভ্রান্ত আমি, মানবতা রক্ষা করি পাগলামী যাচ্ঞা,
আমি ঝগড়াটে, বড্ড বদ্মেজাজী
আবার প্রেমিক আমি বড্ড পাঁজি।
(more…)
Aug 15, 2025 | কবিতা, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
একটি শব্দ, সারা জীবনের অর্জিত সম্পদ ‘অভাব’,
একটি শব্দ মর্সিয়া কান্না, নিঃশ্বের ক্ষুব্ধ জবাব।
একটি শব্দ সময়ের অপ্সরা ওরা দায়হীন চিত্ত—
মিছে চেঁচামেচি, কে বলে ওদেরই ধরার সব বিত্ত।
আমি চাই—ই পিষ্ট চেতনায় আসুক মহাবান,
গগন বিদারী চিৎকারে ফটো হোক, যত অসতর্ক কান।
দুর্গন্ধের শরীর মিশে যাক, রাজপথে রক্তাক্ত হয়ে,
ছিন্ন কাপড় উড়–ক বায়ে— মহানগরী কেঁপে উঠুক ভয়ে।
নিঃশব্দ লাইট পোষ্ট বাস্তুহারার মলিন যত থলে,
স্নানহীন উল্ ঝুলুল শরীরে চাই, যেন আগুন জ্বলে।
যার নাই কিছু, তার সব কিছু, নয় তো মৃত্যু হোক সাথী,
ওরে ভুখা বেশ্যা, কিসের ভয়, দেখিস আন্ধার রাতি?
(more…)
Aug 15, 2025 | কবিতা, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মুক্তির যুগ পুরুষ (১৯৮৬-১৯৯১) |
আমার ভীষণ ইচ্ছে করে, ইচ্ছে করে
লিখি, একটি কবিতা লিখি,
যে কবিতা আর কোন দিকে নয়,
এ নহে সাধ— বাঁচাটা করিব ছন্দময়,
ক্ষুধার দাহনে মরি আর অবশেষে হায়—
উঁচু—নিচু দুনিয়াকে শিখি।
(more…)