
সিংহের মত
না—না—না—না আমি আর সইব না, না সইব না,
প্রতিদিন ভিক্ষা করুণা আঁজল ভরে আর লইব না।
রক্ত সাগরে উঠেছে তুফান ভাঙ্গতে চায়, চায়,
মালিক শ্রমিক ভেদাভেদ ঘর যুগ যুগের অন্যায়।
আমার ঘামে ওরা স্মান করে আমার বপুর তাপে,
ওরা সুখে থাকে মরি আমি ক্ষুধার অন্ন শাপে।
বেকারের মাঠ চৌচির, গাত্রদাহ, নেই মোটে ছাতা,
ওরা থাকে গদির বিছানায়, পাই না আমি ছেঁড়া কাঁথা।